ঢাকা, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

ব্রাজিলের স্কুলে গোলাগুলি, নিহত ৩

প্রকাশনার সময়: ২৬ নভেম্বর ২০২২, ০৯:০১ | আপডেট: ২৬ নভেম্বর ২০২২, ০৯:২৭

ব্রাজিলের দক্ষিণপূর্ব অঞ্চলের দুটি স্কুলে বন্দুকধারীদের গুলিতে অন্তত ৩ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে আরো ১১ জন।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার (২৫ নভেম্বর) সকালে এসপিরিটো সান্তো রাজ্যের আরাক্রুজ শহরে একটি স্কুলে ওই বন্দুকধারী প্রবেশ করে একদল শিক্ষককে লক্ষ্য করে ওপেন ফায়ার শুরু করে। এতে ২ জন নারী নিহতসহ ৯ জন আহত হন।

এরপর ওই বন্দুকধারী আরো একটি স্কুলে হামলা চালায়। সেখানে এক কিশোরী নিহতসহ ২ জন আহত হয়। মেয়র লুইস কার্লোস কুতিনহো রেডিও নেটওয়ার্ক সিবিএনকে এ কথা বলেন।

রাজ্যের গভর্নর রেনাতো কাসাগ্রান্ডে বলেন, কর্তৃপক্ষ সন্দেহভাজন বন্দুকধারীকে শনাক্তের পর গ্রেফতার করেছে।

সূত্র: এনডিটিভি

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ