ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

সবচেয়ে বয়স্ক কুকুর

প্রকাশনার সময়: ২৫ নভেম্বর ২০২২, ১০:৪৫

কুকুর এমন এক প্রাণী, যে খুব সহজেই পোষ মানে। সাধারণত কুকুরের গড় আয়ু ১০ থেকে ১৩ বছরে। তবে ব্যতিক্রমও রয়েছে। যেমন জিনো। বর্তমান বয়স ২২ বছর, ৫৯ দিন। শুধু তাই নয়, গিনেস রেকর্ড অনুযায়ী জিনোই এ মুহূর্তে পৃথিবীর সবচেয়ে বয়স্ক কুকুর।

জিনোর পুরো নাম, জিনো উলফ। বাড়ি ক্যালিফোর্নিয়াতে। তার পালক অ্যালেক্স উলফ জানান, জিনোর দীর্ঘায়ুর পেছনে নিয়মিত স্বাস্থ্যকর খাবার, চিকিৎসকের পরামর্শ আর যত্ন রয়েছে। দীর্ঘদিন বেঁচে থাকার জন্য জিনোর আগ্রহকেও কৃতিত্ব দিয়েছেন তিনি।

অ্যালেক্স জানান, জিনো ২৪ সেপ্টেম্বর, ২০০০ সালে জন্মেছে। এর দুই বছর পর তারা তাকে একটি সংস্থার কাছ থেকে দত্তক নেন। সেই দিন থেকেই তারা জিনোকে অনেক যত্নে রাখেন। তার দাবি- জিনো যখন ছোট ছিল, তখন বাকি কুকুরদের সঙ্গে সমুদ্রের ধারে খেলত। বাড়ির পেছনে ছুটে বেড়াত। এখন বার্ধক্যের কারণে বেশি ঘুম এবং উষ্ণতা পছন্দ করে। চোখের দৃষ্টি আগের চেয়ে খানিক কমেছে।

অ্যালেক্স জানান, জিনোর নাম গিনেস বুকে ওঠায় তিনি খুশি। সে কারণেই তিনি জিনোকে নিয়ে গাড়িতে লম্বা সফর করেছেন।

নয়াশতাব্দী/জেডআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ