ঢাকা, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

৩ নারীসহ ১২ জনকে প্রকাশ্যে দোররা 

প্রকাশনার সময়: ২৪ নভেম্বর ২০২২, ১৪:০৮

আফগানিস্তানের একটি ফুটবল স্টেডিয়ামে হাজার হাজার মানুষের সামনে তিন নারীসহ ১২ জনকে বেত্রাঘাত (দোররা) করা হয়েছে।

স্থানীয় সময় বুধবার (২৩ নভেম্বর) দেশটির লোগার প্রদেশে এ ঘটনা ঘটে।

এক তালেবান কর্মকর্তা জানান, ব্যাভিচার, ডাকাতি ও সমকামিতার অভিযোগে দেয়া হয় এই শাস্তি। তাদের ২১ থেকে ৩৯টি করে দোররা মারা হয়েছে।

তালেবান মুখপাত্র মানসুর মুজাহিদ বলেন, দোররা মারার পর তিন নারীর সবাইকে ছেড়ে দেয়া হয়েছে। পুরুষদের মধ্যে কয়েকজনকে কারাগারে নেয়া হয়েছে। তবে কতজনকে কারাগারে নেয়া হয়েছে তা নিশ্চিত করেননি তিনি।

এ নিয়ে চলতি মাসে দেশটিতে দ্বিতীয়বারের মতো প্রকাশ্যে দোররা মারার ঘটনা ঘটল। এর আগে গত সপ্তাহে উত্তরাঞ্চলীয় তাখার প্রদেশে ১৯ জনকে একইভাবে শাস্তি দেয়া হয়।

সূত্র : বিবিসি

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ