ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

পাকিস্তানের নতুন সেনাপ্রধান আসিম মুনির

প্রকাশনার সময়: ২৪ নভেম্বর ২০২২, ১৩:৪৯

লেফটেনেন্ট জেনারেল আসিম মুনিরকে সেনাবাহিনীর নতুন প্রধান (সিওএএস) হিসেবে বেছে নিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।

দেশটির বিদায়ী সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া চলতি মাসের শেষে অবসরে যাচ্ছেন। তার আগেই বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বাজওয়ার উত্তরসূরী বেছে নিলেন শেহবাজ।

দেশটির তথ্যমন্ত্রী মরিয়াম আওরঙ্গজেব এক টুইটা বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন।

একইসাথে লেফটেন্যান্ট জেনারেল সাহির শামশাদ মির্জাকে জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির (সিজেসিএসসি) চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে।

তথ্যমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব টুইটারে এই ঘোষণা দিয়ে বলেছেন, প্রধানমন্ত্রী তার সাংবিধানিক কর্তৃত্ব প্রয়োগ করার ক্ষেত্রে নিজের পছন্দটি বেঁচে নিয়েছেন।

তিনি আরো বলেন, লেফটেন্যান্ট জেনারেল সাহির শামশাদ মির্জাকে জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির (সিজেসিএসসি) চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে।

তথ্যমন্ত্রী আরো জানান, প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্ত অনুমোদনের জন্য প্রেসিডেন্ট আরিফ আলভির কাছে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটি পাকিস্তানের একটি আন্তঃসেবা ফোরাম, যা দেশটির তিনটি সশস্ত্র বাহিনীর মধ্যে সমন্বয়ের জন্য কাজ করে। সিজেসিএসসি দেশটির প্রধানমন্ত্রী এবং জাতীয় কমান্ড কর্তৃপক্ষের প্রধান সামরিক উপদেষ্টা হিসেবেও কাজ করে।

সূত্র : দ্য ডন

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ