ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

মাস্ক ব্যবহার তুলে নিলো ডেনমার্ক

প্রকাশনার সময়: ১৪ আগস্ট ২০২১, ০৪:০৭

মহামারি করোনা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে না এলেও মোট জনসংখ্যার অধিকাংশই ভাইরাসটির টিকা নেওয়ায় বাধ্যতামূলক মাস্ক পরার আদেশ শিথিল করেছে ডেনমার্ক। দেশটির নাগরিকদের গণপরিবহন ব্যবহারের সময় আর মাস্ক পরতে হবে না।

শুক্রবার দেশটির সরকার এ ঘোষণা দিয়েছে। এর মাধ্যমে নরডিক দেশটি করোনার সর্বশেষ বাধ্যতামূলক বিধিনিষেধটি প্রত্যাহার করে নিলো।

যোগাযোগমন্ত্রী বেনি এঞ্জেলব্রেখট এক বিবৃতিতে বলেছেন, ‘আমরা এখন এমন পরিস্থিতিতে রয়েছি...যেখানে জনগোষ্ঠীর বৃহৎ অংশ টিকা পেয়েছে এবং আমরা আরও স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছি।’

তিনি বলেন, ‘আমরা বাস, ট্রেন ও মেট্রোতে মাস্ককে বিদায় বলতে পারব।’

উল্লেখ্য, গত বুধবার ৫৮ লাখ মানুষের দেশ ডেনমার্কে সামাজিক দূরত্ববিধি শিথিল করা হয়। দেশটির ৬০ শতাংশ মানুষ ইতোমধ্যে টিকার দুই ডোজ শেষ করেছে।

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ