ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

তুর্কি প্রেসিডেন্টের সাথে আলোচনা জেলেনস্কির 

প্রকাশনার সময়: ১৯ নভেম্বর ২০২২, ১০:২৭ | আপডেট: ১৯ নভেম্বর ২০২২, ১০:৪৩

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের সাথে কথা বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

স্থানীয় সময় শুক্রবার (১৮ নভেম্বর) ফোনে কথা হয় দুই নেতার।

এ সময় তারা ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতি, মস্কো ও কিয়েভের মধ্যকার খাদ্যশস্য চুক্তি নিয়ে আলোচনা করেন।

তুর্কি প্রেসিডেন্টের দফতরের বরাত দিয়ে আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, শস্য চুক্তির মেয়াদ বাড়াতে ‘গঠনমূলক মনোভাবের’ জন্য জেলেনস্কিকে ধন্যবাদ জানিয়েছেন এরদোয়ান।

শস্য চুক্তি এবং বন্দি বিনিময়ের ইতিবাচক অভিজ্ঞতার কথা উল্লেখ করে এরদোয়ান বলেন, আলোচনার পথ, বিশেষ করে যুদ্ধবিরতির জন্য এই বোঝাপড়া বাড়ানো সবার জন্য লাভজনক হবে।

এদিকে টুইট বার্তায় জেলেনস্কি জানান, প্রেসিডেন্ট এরদোয়ানের সাথে ফোনালাপে আমরা খাদ্যশস্য চুক্তির সম্প্রসারণের প্রশংসা করেছি। আমাদের শস্য উদ্যোগকে সমর্থনের জন্য তাকে ধন্যবাদ জানিয়েছে। আশ্বস্ত করেছি যে, ইউক্রেন খাদ্য স্থিতিশীলতার গ্যারান্টার হিসেবে থাকবে। নিরাপত্তা ও জ্বালানি সহযোগিতা নিয়েও আলোচনা হয়েছে।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ