ঢাকা, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

রাস্তার ধারে চপ বিক্রি করলেন মমতা 

প্রকাশনার সময়: ১৬ নভেম্বর ২০২২, ১১:১৮

ঝাড়গ্রাম থেকে শহরে ফেরার পথে নিজের হাতে গরম গরম চপ ভেজে বিক্রি করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

মঙ্গলবার (১৫ নভেম্বর) সভা শেষে শহরে ফেরার পথে রাস্তার ধারে একটি চপের দোকানে ঢুকে পড়ে চপ ভাজতে শুরু করেন মুখ্যমন্ত্রী।

মমতা যখন দোকানে ঢোকেন দোকানের মালিক বুদ্ধদেব মহান্ত তখন চপ ভাজছিলেন। মুখ্যমন্ত্রীকে হঠাৎ দোকানে ঢুকতে দেখতে হকচকিয়ে যান বুদ্ধদেব। ততক্ষণে তার দোকানে ভিড়ও জমে গেছে। দোকানে ঢুকেই মুখ্যমন্ত্রী বুদ্ধদেবের উদ্দেশে বলেন, সরো দেখি, তোমাকে সাহায্য করি।

এরপরই চপ ভাজতে শুরু করেন মমতা। অবাক চোখে তখন সেই দৃশ্য ক্যামেরা বন্দি করতে ব্যস্ত সবাই। মুখ্যমন্ত্রীকে গরম তেলের সামনে দাঁড়িয়ে চপ ভাজতে দেখে কিছু পরামর্শ দেন বুদ্ধদেব। মুখ্যমন্ত্রীকে তখন বলতে শোনা যায়, ওরে আমি জানি, বাড়িতে রান্না করি তো। চপ ভাজার পর সাথে থাকা সাংবাদিক, নিরাপত্তা রক্ষী, সরকারি কর্মকর্তা এবং স্থানীয় বাসিন্দাদের হাতেও তুলে দেন তৃণমূলের এই নেত্রী।

সূত্র : হিন্দুস্তান টাইমস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ