তুরস্কের ইস্তাম্বুলে বিস্ফোরণে অন্তত ছয়জন নিহত এবং ৫৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে বিবিসি।
রোববার (১৩ নভেম্বর) ইস্তাম্বুলের বিয়োগু জেলার ইস্তিকলাল অ্যাভিনিউতে ওই বিস্ফোরণের পর অনেকগুলো অ্যাম্বুলেন্সকে ঘটনাস্থলের দিকে ছুটতে দেখা গেছে বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স। পুলিশ দ্রুত বিস্ফোরণস্থল ঘিরে ফেলেছে।
কী কারণে ওই বিস্ফোরণ ঘটেছে তা এখনো জানা যায়নি বলে জানিয়েছে তুরস্কের রাষ্ট্রীয় টেলিভিশন টিআরটি এবং সংবাদ সংস্থা আনাদলু।
ইস্তাম্বুলের গভর্নর আলি ইয়ারিকায়া টুইটারে এক পোস্টে জানান, স্থানীয় সময় বিকাল ৪টা ২০ মিনিটের দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রাথমিক তথ্যানুযায়ী বিস্ফোরণে চারজন নিহত এবং ৩৮ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
বিবিসি অবশ্য ছয়জন নিহত ও ৫৩ জন আহত হওয়ার খবর দিয়েছে।
রয়টার্সের একজন প্রতিনিধি তাকসিন স্কয়ারের কাছে একটি হেলিকপ্টার উড়তে এবং অনেকগুলো অ্যাম্বুলেন্স যেতে দেখেছেন বলেও জানিয়েছেন।
ইস্তিকলালে একটি রেস্তোরাঁর কর্মী মেহমেত আকুস বলেন, বিস্ফোরণের শব্দ শুনে আমি আতঙ্কিত হয়ে পড়েছিলাম। লোকজন ভয়ে জমে গিয়েছিল এবং একজন আরেকজনের মুখের দিকে তাকাচ্ছিল। তারপর লোকজন দৌড়ে পালাতে শুরু করে। এছাড়া আপনি আর কীবা করতে পারতেন। আমার স্বজনরা আমাকে ফোন করেছেন। তারা জানেন আমি ইস্তিকলালে কাজ করি। আমি তাদের আস্বস্ত করেছি।
নয়াশতাব্দী/জেডআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ