ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইউক্রেন যুদ্ধে লক্ষাধিক সেনা খুইয়েছে রাশিয়া

প্রকাশনার সময়: ১০ নভেম্বর ২০২২, ২১:৫৩

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার এক লাখেরও বেশি সেনা হতাহত হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর প্রধান জেনারেল মার্ক মিলে। ইউক্রেনেরও একই সংখ্যক সেনা হতাহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) নিউ ইয়র্কের ইকোনোমিক ক্লাবে এ তথ্য জানিয়ে জেনারেল মার্ক মিলে বলেছেন, ‘আপনারা ভালোভাবেই দেখেছেন যে, এক লাখেরও বেশি রুশ নিহত ও আহত হয়েছে। সম্ভবত ইউক্রেনেরও একই অবস্থা।’

মিলির দেওয়া পরিসংখ্যান স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি। আট মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে এই প্রথমবারের মতো মার্কিন যুক্তরাষ্ট্র সরকার সুনির্দিষ্টভাবে হতাহতের সংখ্যা প্রকাশ করলো।

মার্কিন এই জেনারেল জানিয়েছেন, যুদ্ধ অবসানে আলোচনা হওয়ার সম্ভাবনাও রয়েছে। ইউক্রেন কিংবা রাশিয়া কারো পক্ষেই সামরিক বিজয় সম্ভব নয়।

তিনি বলেছেন, ‘একটি পারস্পরিক স্বীকৃতি থাকতে হবে যে, সামরিক বিজয় সম্ভবত শব্দের সত্যিকার অর্থে সামরিক উপায়ে অর্জন করা যায় না। তাই আপনাকে অন্য উপায়ে ফিরে যেতে হবে। এখানে... এখানে একটি সুযোগ আছে, আলোচনার সুযোগের একটি জানালা খোলা রয়েছে।’

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ