ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

ময়লা পানিকে বিশুদ্ধ খাবার পানিতে রূপান্তর করছে সিঙ্গাপুর

প্রকাশনার সময়: ১৩ আগস্ট ২০২১, ০৫:২৬

দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম দ্বীপরাষ্ট্র সিঙ্গাপুর। দেশটিতে খুবই সামান্য প্রাকৃতিক পানির উৎস রয়েছে। তাই পার্শ্ববর্তী দেশ মালয়েশিয়ার ওপর পানি সরবরাহের জন্য নির্ভর করতে হয়I নিজেদের স্বয়ংসম্পূর্ণতা বাড়াতে সিঙ্গাপুর সরকার ময়লা-আবর্জনাযুক্ত পানিকে বিশুদ্ধ করার লক্ষ্যে টানেল ও উচ্চ-প্রযুক্তিসম্পন্ন নেটওয়ার্কের উদ্ভাবন ঘটিয়েছেI

প্রক্রিয়াজাত এসব ময়লা পানি সিঙ্গাপুরের ৪০% চাহিদা পূরণে সমর্থ হবে এবং সিঙ্গাপুর পানি কর্তৃপক্ষের (পিইউবি) হিসাব অনুযায়ী ২০৬০ সালের মধ্যে তা বৃদ্ধি পেয়ে ৫৫% চাহিদা মেটাবেI

সিঙ্গাপুরের নিওয়াটার নামে প্লান্টে পাম্পের সাহায্যে সেখানে নদর্মার ময়লা পানিকে রূপান্তরিত করা হচ্ছে বিশুদ্ধ খাবার পানিতে এবং যা একাধারে সাগরের দূষণ কমাতে সাহায্য করছেI

প্রক্রিয়াজাত এই পানির বেশির ভাগই ব্যবহার করা হবে শিল্প খাতে; তবে এর কিছুটা সংরক্ষিত হবে সিঙ্গাপুরের পানীয় জলাধারে।

নয়া শতাব্দী/এসইউ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ