ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

মালদ্বীপে অগ্নিকাণ্ডে বাংলাদেশিসহ ১১ বিদেশির মৃত্যু

প্রকাশনার সময়: ১০ নভেম্বর ২০২২, ১৩:০১ | আপডেট: ১০ নভেম্বর ২০২২, ১৩:০৭
ছবি : এন্ডিয়ান এক্সপ্রেস

মালদ্বীপের রাজধানী মালেতে বিদেশি কর্মীদের সঙ্কুচিত বাসস্থানে আগুন লেগে দুই বাংলাদেশিসহ ১১ বিদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতরা সবাই নারী। এসময় বেশ কয়েকজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) দেশটির ফায়ার সার্ভিস বিভাগ এসব তথ্য জানিয়েছে।

যেখানে আগুন লেগেছে এটি ঘনবসতি এলাকা হিসেবে পরিচিত। এখানকার কর্মকর্তারা বলেছেন, আগুনে ধ্বংসপ্রাপ্ত একটি ভবনের ওপরের তলা থেকে ১১টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এ অগ্নিকাণ্ডের উৎপত্তি ওই ভবনের নিচতলার গাড়ি মেরামতের গ্যারেজ থেকে হয়েছে।

ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা বলেছেন, ‘আমরা ১১টি মরদেহ পেয়েছি। আগুন নেভাতে আমাদের প্রায় চার ঘণ্টা সময় লেগেছে।

একজন নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, নিহতদের মধ্যে ৯ জন ভারতীয় এবং দুইজন বাংলাদেশি নাগরিক রয়েছে।

নয়া শতাব্দী/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ