ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

মার্কিন মধ্যবর্তী নির্বাচন : এগিয়ে ট্রাম্পের দল

প্রকাশনার সময়: ০৯ নভেম্বর ২০২২, ১০:৫০

মার্কিন যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে ভোট গণনায় কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে ১০০ আসনের মধ্যে এখন পর্যন্ত প্রাথমিক গণনায় বিরোধী রিপাবলিকান পার্টি ৪২ ও ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টি ৪১টি আসন পেয়েছে।

বুধবার (০৯ নভেম্বর) ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

পরিসংখ্যান বলছে, কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ৪৩৫ আসনের মধ্যে এখন পর্যন্ত রিপাবলিকানরা পেয়েছেন ১৫৭ আসন ও ডেমোক্রেটরা পেয়েছেন ৯৩টি।

তবে সিনেটের নিয়ন্ত্রণ জানতে আরো দিন দুয়েক লাগবে বলে ধারণা করা হচ্ছে। জর্জিয়া, অ্যারিজোনা, পেনসিলভানিয়া ও নেভাদা এই চার অঙ্গরাজ্যের সিনেট আসনে কে জিতল, তার ওপর নির্ভর করবে সিনেটের নিয়ন্ত্রণ কাদের থাকবে।

মার্কিন রাজনৈতিক প্রথা অনুযায়ী, প্রেসিডেন্ট নির্বাচনের ২ বছর পর অনুষ্ঠিত হয় কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভস (প্রতিনিধি পরিষদ) ও উচ্চকক্ষ সিনেটের একাংশ আসনের নির্বাচন। সেই প্রথা অনুযায়ী মঙ্গলবার প্রতিনিধি পরিষদ ও সিনেটের ভোট অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনের মাধ্যমেই নির্ধারিত হবে আগামী প্রেসিডেন্ট নির্বাচন পর্যন্ত ডেমোক্র্যাটস না রিপাবলিকানদের হাতে যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসের নিয়ন্ত্রণ থাকবে।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ