ঢাকা, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

রাজনৈতিক সহিংসতায় জাতিসংঘের উদ্বেগ 

প্রকাশনার সময়: ০৮ নভেম্বর ২০২২, ১৩:৪১

বাংলাদেশে চলমান রাজনৈতিক সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস বলেন, রাজনৈতিক সহিংসতায় অনেকে আহত হচ্ছেন। নিহতও হচ্ছেন। এটা নিশ্চয়ই উদ্বেগের বিষয়।

মঙ্গলবার (০৮ নভেম্বর) ঢাকায় এক অনুষ্ঠানে এই উদ্বেগ প্রকাশ করেন গোয়েন লুইস।

বাংলাদেশের নির্বাচন নিয়ে জাতিসংঘের ম্যান্ডেট নেই জানিয়ে এই প্রতিনিধি বলেন, নির্বাচন নিয়ে আমি কথা বলতে পারি না। কারণ এ বিষয়ে জাতিসংঘের কোনো ম্যান্ডেট নেই। এটি সম্পূর্ণ রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্তের বিষয়। বাংলাদেশ সরকারের বিষয়। সিকিউরিটি কাউন্সিলের কাছ থেকে আদেশ না পাওয়া অবধি এ বিষয়ে কোনো কথা বলার এখতিয়ার নেই।

রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয় গোয়েন লুইস বলেন, এটি অত্যন্ত উদ্বেগজনক যে, আমরা অগ্রগতি অর্জন করতে পারিনি। রোহিঙ্গা সমস্যা বৈশ্বিক এজেন্ডাতে ধরে রাখা ক্রমেই কঠিন হয়ে পড়ছে। অনেকগুলো নতুন ইস্যু সামনে চলে এসেছে এবং এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিয়েছে ইউক্রেন যুদ্ধ। আমরা চেষ্টা করছি ইস্যুটিকে (রোহিঙ্গা) ধরে রাখার জন্য।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ