সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খান বলেছেন, ওয়াজিরাবাদের যে স্থানটিতে তাকে গুলি করা হয়েছিল সেখান থেকেই আবারো লংমার্চ শুরু হবে। আমি আমার লড়াই চালিয়ে যাব। আপনারা প্রস্তুত হন।
তিনি বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, আমাদের লং মার্চ আগামী মঙ্গলবার–যেখানে আমাকে এবং আরো ১১ জনকে গুলি করা হয়েছিল, মোয়াজ্জেম শহীদ হয়েছিল সেখান থেকেই শুরু হবে।
পিটিআই প্রধান আরো বলেন, আমি এখান (লাহোর) থেকেই লং মার্চে ভাষণ দেব এবং আমাদের লং মার্চ ১০ থেকে ১৪ দিন পর—অবশ্য নির্ভর করে লং মার্চ কোন গতিতে আগাচ্ছে—লং মার্চ রাওয়ালপিন্ডি পৌঁছাবে।
ইমরান খান জানান, তিনি লং মার্চ রাওয়ালপিন্ডি পৌঁছালে সেখান থেকেই মার্চে যোগ দেবেন ও নিজে লং মার্চের নেতৃত্ব দেবেন।
এর আগে ইমরান খান বলেছিলেন, আল্লাহ আমাকে একটি নতুন জীবন দিয়েছেন এবং আমি আপনাদের নিশ্চিত করতে চাই যে, আমি আমার লড়াই চালিয়ে যাব। আপনারা প্রস্তুত হন।
সূত্র : দ্য ডন
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ