ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

ইরানে করোনায় ২৪ ঘণ্টায় ৫৬৮ জনের মৃত্যু

প্রকাশনার সময়: ১৩ আগস্ট ২০২১, ০১:০৭

ইরানে আবার বাড়ছে করোনা সংক্রমণ। গত ৭ আগস্ট থেকেই দেশটিতে প্রতিদিন এ ভাইরাসে ৫ শতাধিক করে মানুষ মারা যাচ্ছে। দেশটিতে নতুন করে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মারা গেছেন অন্তত ৫৬৮ জন। এ নিয়ে করোনার থাবায় দেশটিতে মোট প্রাণ হারালেন ৯৬ হাজার ২১৫ জন।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার এ তথ্য জানায়। মন্ত্রণালয় আরও জানিয়েছে, ২৪ ঘণ্টায় দেশে করোনা শনাক্ত হয়েছেন ৩৯ হাজার ৪৯ জন। এর মধ্যে চার হাজার ৯৩৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ পর্যন্ত দেশে ৪৩ লাখ ২০ হাজার ২৬৬ জন করোনা রোগীর মধ্যে ৩৬ লাখ ৪৭ হাজার ১৬ জন সুস্থ হয়েছেন কিংবা হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে ইরানে সাত হাজার ৪৮ জন করোনা রোগী আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে চিকিৎসা নিচ্ছেন।

এদিকে, ১ কোটি ৪২ লাখ ২৯ হাজার ১২০ জন ইরানি নাগরিক করোনা টিকার প্রথম ডোজ নিয়েছেন বলে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। এ ছাড়া, ৩৫ লাখ ৩১ হাজার ১৪২ জন দুই ডোজই গ্রহণ করেছেন।

সূত্র : পার্সটুডে, আইআরএনএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ