ঢাকা, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

জীবনের চিন্তা আমি করি না : ইমরান খান

প্রকাশনার সময়: ০৪ নভেম্বর ২০২২, ২২:১২
ছবি - সংগৃহীত

জীবনের চিন্তা আমি করি না ও চোরদের দাসত্বের অধীনেও থাকতে রাজি না বলে জানিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেইরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান খান।

শুক্রবার (৪ নভেম্বর) হামলায় গুলিবিদ্ধ হওয়ার পর প্রথমবারের মতো মুখ খুলে ইমরান খান এ সব কথা বলেন।

ইমরান খান বলেন, সুস্থ হওয়ার সঙ্গে সঙ্গে ইসলামাবাদের উদ্দেশ্য যাত্রা করা হবে। কারণ পাকিস্তান দাসত্বের জন্য জন্ম হয়নি।

পিটিআই চেয়ারম্যানবলেন, একদিন আগেই জানতে পেরেছিলাম যে আমাকে হত্যা করা হতে পারে। সেটা ওয়াজিরাবাদ ও গুজরাটের মধ্যে কোথাও হতে পারে।

তিনি বলেন, বর্তমান সরকারি দল কখনোই অনাস্থার পদক্ষেপে হারাতে পারতো না। এক্ষেত্রে সফল হতে তারা অর্থ ব্যবহার করেছে। পিটিআই সরকারেরও সেই সক্ষমতা ছিল কিন্তু সে পথে আমরা যাইনি।

এদিকে, ইমরান খানের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়েছে পাকিস্তানজুড়ে। এরই মধ্যে ইমরান খানের সমর্থকরা দেশের বিভিন্ন স্থানের রাস্তা দখলে নিয়েছে।

ইসলামাবাদ অভিমুখে পিটিআই’র লংমার্চের সপ্তম দিন বৃহস্পতিবার (৩ নভেম্বর) দেশটির পাঞ্জাবের ওয়াজিরাবাদে সাবেক এই প্রধানমন্ত্রী পায়ে গুলিবিদ্ধ হন।

নয়া শতাব্দী/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ