আমরা সাধারণত সাপের কামড়ে মানুষের মৃত্যুর খবর শুনি, কিন্তু এবার ঘটেছে ঠিক এর উল্টো। ৮ বছর বয়েসি এক শিশুর কামড়ে মৃত্যু হয়েছে একটি ভয়ঙ্কর গোখরো সাপের। স্বাভাবিক ভাবেই এমন খবরে চাঞ্চল্য ছড়িয়েছে।
ঘটনাটি ঘটেছে ভারতের ছত্তিশগড়ে। ছত্তিশগড়ের রাজধানী রায়পুর থেকে ৩৫০ কি.মি. দূরে অবস্থিত পন্ডরপধ গ্রাম। পন্ডরপধ যে জেলায় অবস্থিত, সেই যশপুরকে বলা হয় ‘নাগলোক’। জানাযায়, প্রায় ২০০ প্রজাতির সাপের বসবাস সেখানে। সেখানেই ঘটেছে এই ঘটনা।
জানা গেছে, ছেলেটি নিজের বাড়ির পিছনে বসে খেলছিল। সেই সময় একটা গোখরো সাপ তার একটা হাত পেঁচিয়ে ধরে। এতে ঘাবড়ে গিয়ে সাপটিকে ঝাঁকিয়ে ফেলে দিতে চাচ্ছিলো ছেলেটি। এতে সাপ চলে না গিয়ে উলটো ছেলেটিকে কামড়ে দেয়, তখন ছেলেটিও তাকে কামড়ে দেয়। আর তাতেই মৃত্যু হয় সাপটির।
ঘটনার বর্ণনা দিয়ে স্থানীয় সংবাদমাধ্যমকে ছেলেটি জানায়, সাপটা আমার হাত জড়িয়ে ধরেছিলো আর কামড়াচ্ছিলো। আমার খুব ব্যথা হচ্ছিলো। আমি হাত ঝাঁকানোর পরেও সাপটা আমাকে ছাড়ছিলো না। তখন আমি ওটার গায়ে কামড়ে দিই।
তবে সাপের কামড়ে ছেলেটির কোনও ক্ষতি হয়নি। আসলে সাপ কামড়ালে যদি বিষ নির্গত হয় তাহলে তা আক্রান্তের রক্তে মিশে গিয়ে বিপদ ঘটায়। কিন্তু এক্ষেত্রে কামড়টা ছিল ‘শুকনো’। অর্থাৎ কোনও বিষ নির্গত হয়নি। তাই সে প্রাণে বেঁচে গিয়েছে। তাকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসার পরে তাকে ছেড়ে দেওয়া হয়।
তবে, এই ঘটনা অদ্ভুত হলেও একেবারে বিরল নয়। গত আগস্টেও এক ২ বছরের শিশুর কামড়ে একই ভাবে মৃত্যু হয়েছিল এক বিষধর সাপের। তবে সে ঘটনাটি ঘটেছিল তুরস্কে।
নয়াশতাব্দী/এমএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ