প্রাণঘাতী হামলার পরও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান শঙ্কামুক্ত থাকায় স্বস্তি প্রকাশ করেছেন তার সাবেক স্ত্রী জেমাইমা গোল্ডস্মিথ।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী গুলিবিদ্ধ হওয়ার পর এক টুইট বার্তায় জেমাইমা বলেন, ভীতিকর এক খবর। ঈশ্বরকে অনেক ধন্যবাদ যে ইমরান ঠিক আছেন।
নিজ সন্তানদের পক্ষ থেকে জেমাইমা আরও লিখেছেন, যে বীরপুরুষ ভিড়ের মধ্যে বন্দুকধারীকে মোকাবিলা করেছেন ছেলেদের পক্ষ থেকে তাকে ধন্যবাদ।
পাঞ্জাবের ওয়াজিরাবাদের আল্লাহু চক এলাকায় বৃহস্পতিবার বিকেলে লং মার্চে ইমরান খানকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এতে তিনিসহ আহত হয়েছেন ৭ জন। মৃত্যু হয়েছে মুয়াজ্জিম নেওয়াজ নামে একজন।
হামলার পর দ্রুত ইমরানকে লাহোরের একটি হাসপাতালে নেয়া হয়। পরে একই শহরের শওকত খানুম হাসপাতালে স্থানান্তর করা হয় তাকে। পায়ে গুলি লাগলেও ইমরান শঙ্কামুক্ত বলে জানিয়েছেন দলের নেতারা।
১৯৯৫ সালে ইমরান খানের সঙ্গে বিয়ে হয় ব্রিটিশ নারী জেমাইমা গোল্ডস্মিথের। বিয়ের পর লাহোরে এসে সংসার শুরু করেন জেমাইমা। সুলেমান ও কাশিম নামে তাদের দুই ছেলে রয়েছে। ২০০৪ সালে বিচ্ছেদ হয় এই দম্পতির।
নয়াশতাব্দী/জেডআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ