ঢাকা, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

জাপানের ওপর দিয়ে ক্ষেপণাস্ত্র ছুড়ল উ. কোরিয়া

প্রকাশনার সময়: ০৩ নভেম্বর ২০২২, ১০:৪২ | আপডেট: ০৩ নভেম্বর ২০২২, ১০:৪৬

মার্কিন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার প্রতিক্রিয়ায় একদিনে অন্তত ২৩টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পরদিনই উত্তর কোরিয়া ফের তিনটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে জানিয়েছে সিউল।

বৃহস্পতিবার (০৩ নভেম্বর) ছুড়া ৩টি ক্ষেপণাস্ত্রের মধ্যে একটি দূরপাল্লার, আর বাকি দুটি স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ।

তবে এই ৩ টির মধ্যে একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও হতে পারে বলে জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা।

টোকিও প্রাথমিকভাবে বলেছে, ক্ষেপণাস্ত্র জাপানের ওপর দিয়ে চলে গেছে। কিন্তু দেশটির প্রতিরক্ষা মন্ত্রী পরে বলেন, এটা জাপান অতিক্রম করেনি তবে জাপান সাগরের ওপর এসে অদৃশ্য হয়ে গেছে।

এ ঘটনায় জাপানের প্রধানমন্ত্রী চরম ক্ষোভ প্রকাশ করে উত্তর কোরিয়ার প্রতি নিন্দা জানান।

বৃহস্পতিবার সকালে দক্ষিণ কোরিয়ার ভাইস পররাষ্ট্রমন্ত্রী ও যুক্তরাষ্ট্রের ডেপুটি সেক্রেটারি ফোনালাপের সময় একে দুঃখজনক বলে অ্যাখ্যায়িত করেছেন।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ