ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

কী চায় তালেবান, জানালেন ইমরান

প্রকাশনার সময়: ১২ আগস্ট ২০২১, ১৭:২২

যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহারের ঘোষণা দেওয়ার পর থেকেই অফগানিস্তানে সংঘাত শুরু হয়েছ। এখন পর্যন্ত দেশটির প্রায় ১০টি প্রাদেশিক রাজধানী দখলে নিয়েছে তালেবান। এমন সময় উভয়পক্ষকে যুদ্ধবিরতি মেনে নেওয়ার জন্য আলোচনায় বসার আহ্বান জানানো হলেও তালেবান কী করবে সে সম্পর্কে স্পষ্টভাবে জানিয়ে দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

ইমরান খান বলেন, ‘যতদিন আশরাফ ঘানি আফগানিস্তানের প্রেসিডেন্ট থাকবে ততদিন সরকারের সঙ্গে কোনো আলোচনায় বসবে না তালেবান।’

ইসলামাবাদে বিদেশি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পাকিস্তানের প্রধানমন্ত্রী এ কথা বলেন। খবর এনডিটিভির।

পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে আফগানিস্তানে সংকটের রাজনৈতিক নিষ্পত্তি কঠিন মনে হচ্ছে।’

তিনি বলেন, ‘তারা (তালেবান) যখন এখানে এসেছিল আমি তাদের বোঝানোর চেষ্টা করেছিলাম। তাদের কথা হলো, যতক্ষণ আশরাফ ঘানি আছেন, ততক্ষণ আমরা (তালেবান) আফগান সরকারের সঙ্গে কথা বলব না।’

এর আগে তালেবানকে সহায়তা করার জন্য পাকিস্তানের সমালোচনা করেছিলেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি। এদিকে আফগানিস্তানের সরকার নিয়ন্ত্রিত এলাকায় সহিংসতা যত বাড়ছে দেশটির নাগরিকরা ততই পাকিস্তানের ওপর ক্ষোভে ফুঁসছেন। লাখ লাখ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী টুইটারে পাকিস্তানের ওপর নিষেধাজ্ঞা আরোপের দাবি জানাচ্ছেন।

নয়া শতাব্দী/জেআই/এসএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ