গত চার বছরের কম সময়ের মধ্যে পঞ্চমবারের মতো জাতীয় নির্বাচনে ভোট দিয়েছেন ইসরায়েলিরা।
মঙ্গলবার (০১ নভেম্বর) অনুষ্ঠিত এই নির্বাচনে জয়ের মাধ্যমে আবারো ক্ষমতায় বসতে যাচ্ছে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইতোমধ্যেই বুথফেরত জরিপে এই তথ্য উঠে এসেছে।
জানা গেছে, নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফলের আগে জয়-পরাজয়ের যে পূর্বাভাস পাওয়া যাচ্ছে তাতে বিরোধীদের তুলনায় নেতানিয়াহুর ডানপন্থি ব্লক অল্প ব্যবধানে সংখ্যাগরিষ্ঠ আসন পেতে যাচ্ছে।
উল্লেখ্য, গত বছর দুর্নীতির অভিযোগে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন নেতানিয়াহু। তখন অনেকেই হয়তো ভেবেছিলেন, এই দুর্নীতিবাজের হাত থেকে অবশেষে মুক্তি পাওয়া গেল। কিন্তু এটি যে কেবল সাময়িক মুক্তি, তা হয়তো অনেকেই আন্দাজ করতে পারেননি। এখন এই নেতানিয়াহুই ফের ক্ষমতায় আসতে যাচ্ছে।
সূত্র : বিবিসি
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ