ঢাকা, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

‘ইরানের কাছে আরো আধুনিক অস্ত্র চাইতে পারে পুতিন’

প্রকাশনার সময়: ০২ নভেম্বর ২০২২, ০৯:৪১

চলমান ইউক্রেন যুদ্ধে ব্যবহারে ইরানের কাছে আরো আধুনিক অস্ত্র চাইতে পারে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন; যা নিয়ে উদ্বিগ্ন মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন।

মঙ্গলবার (০১ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ কথা বলেন পেন্টাগনের প্রেস সেক্রেটারি ব্রিগেডিয়ার জেনারেল প্যাট্রিক রাইডার।

তিনি বলেন, রাশিয়া তার মিত্র ইরানের কাছে অতিরিক্ত উন্নত প্রযুক্তির যুদ্ধাস্ত্রের সক্ষমতা অর্জনের চেষ্টা চালাতে পারে। এর মধ্যে ইউক্রেনে ব্যবহারের জন্য ক্ষেপণাস্ত্র রয়েছে। এ নিয়ে আমাদের উদ্বেগ রয়েছে।

এদিকে ইউক্রেনে ব্যবহারের জন্য রাশিয়ার কাছে স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও আরো ড্রোনসহ প্রায় ১ হাজার অতিরিক্ত অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ইরান।

ইরান ইতোমধ্যে রাশিয়াকে ড্রোন সরবাহ করেছে। সামনে মস্কো এসব ড্রোন তেহরানের কাছে আরো বেশি চাইবে বলে মনে করেন রাইডার।

এর আগে সোমবার ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। দেশটির রাজধানী কিয়েভ ছাড়া জলবিদ্যুৎকেন্দ্র, হিটিং সিস্টেম, পানি সরবরাহব্যবস্থাসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে এসব হামলা চালানো হয়।

সূত্র : সিএনএন

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ