ঢাকা, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

সৌদিতে প্রথমবার প্রকাশ্যে হ্যালোইন উৎসব

প্রকাশনার সময়: ০১ নভেম্বর ২০২২, ২৩:১২

দেশের ইতিহাসে প্রথমবারের মতো প্রকাশ্য সড়কে হ্যালোউইন উৎসব উদযাপিত হয়েছে সৌদি আরবে। রাজধানী রিয়াদের এই আয়োজনে যোগ দেন অসংখ্য সৌদি নারী-পুরুষ। দেশটির জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটির উদ্যোগে এ আয়োজন করা হয়।

গত বৃহস্পতিবার থেকে রোববার পর্যন্ত হ্যালোউইন উৎসব পালিত হয়েছে অনেক দেশে। পশ্চিমা সংস্কৃতি বলে কয়েক বছর আগ পর্যন্ত সৌদি আরবে হ্যালোইন নিষিদ্ধ ছিল। তবে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ভিশন ২০৩০ প্রকল্পের অধীনে এটি উদযাপনের অনুমতি দেওয়া হয়েছে।

২০১৮ সালে সৌদি পুলিশ একটি হ্যালোউইন পার্টিতে অভিযান চালিয়ে ভুতুড়ে পোশাক পরিহিত কয়েক ডজন লোককে আটক করেছিল। কিন্তু এবারই প্রথম অদ্ভুত পোশাক পরা লোকজন রিয়াদের রাস্তায় নেমেছে। তারা দানব, ডাইনি, ব্যাংক ডাকাত এমনকি ফরাসি দাসীর মতো পোশাক পরেছিল।

নয়া শতাব্দী/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ