ঢাকা, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

মোদীর সফরের মধ্যেই গুজরাটে সেতু ধস, নিহত বেড়ে ১৪১

প্রকাশনার সময়: ৩১ অক্টোবর ২০২২, ০৭:২৬ | আপডেট: ৩১ অক্টোবর ২০২২, ০৯:২৬

ভারতের গুজরাটে মোরবি জেলার মচ্ছু নদীতে একটি ক্যাবল সেতু ভেঙে নিহতের সংখ্যা বেড়ে ১৪১ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় এখনো বহু মানুষ নিখোঁজ রয়েছে। এছাড়াও মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় সময় রোববার (৩০ অক্টোবর) সন্ধ্যার দিকে সেতু ভেঙে কয়েক শতাধিক মানুষ নদীতে পড়ে যায়।

এদিকে সামনেই গুজরাতের বিধানসভা নির্বাচন। তার আগে রোববারই (৩০ অক্টোবর) তিন দিনের সফরে গুজরাত এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার মধ্যেই এই বিপর্যয়। নিহতদের পরিবারকে ৪ লাখ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা দিয়েছে গুজরাত সরকার।

জানা গেছে, সংস্কারের পর দিনকয়েক আগেই চালু করা হয়েছিল গুজরাটের ঐতিহাসিক ঝুলন্ত সেতুটি। গুজরাটের আহমেদাবাদ থেকে ২০০ কিলোমিটার দূরে অবস্থিত ঝুলন্ত সেতুটিতে দুর্ঘটনার সময় পাঁচ শতাধিক লোক ছিল। দেশটির পুলিশ ও বিপর্যয় মোকাবেলা বাহিনী উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

জানা গেছে, শুরুতে স্থানীয়রাই উদ্ধার কাজ শুরু করে। পরে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও বিপর্যয় মোকাবেলা বাহিনী।

গুজরাট পুলিশের ডিরেক্টর জেনারেল (ডিজি) আশিষ ভাটিয়া বলেন, ‌উদ্ধারকাজ চলছে এবং অনেক মানুষকে উদ্ধার করে সুরক্ষিত স্থানে নিয়ে যাওয়া হয়েছে।

স্থানীয়দের দাবি, অত্যাধিক ওজন নিতে না পারায় সেতুটি ভেঙে পড়ে। এছাড়া সেতুটি দুর্বল হয়ে পড়েছিল। যদিও কোটি টাকা খরচ করে তা মেরামতের পর চারদিন আগে জনতার জন্য খুলে দেয়া হয়।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ