ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

জার্মানিতে গুপ্তচর সন্দেহে ব্রিটিশ দূতাবাসকর্মী আটক

প্রকাশনার সময়: ১২ আগস্ট ২০২১, ০৫:১৯

অর্থের বিনিময়ে রুশ গোয়েন্দা সংস্থার হাতে গুরুত্বপূর্ণ নথি তুলে দিয়েছেন সন্দেহে বার্লিনের ব্রিটিশ দূতাবাসে কর্মরত যুক্তরাজ্যের এক নাগরিককে গ্রেপ্তার করেছে জার্মানির পুলিশ। গতকাল বুধবার জার্মান কৌঁসুলিরা তাঁকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তার ব্যক্তির নাম ডেভিড এস এবং তাঁর বয়স ৫৭ বছর বলে জানিয়েছে ব্রিটিশ পুলিশ। তাঁর বাসা ও কর্মস্থলে তল্লাশি চালানো হয়েছে। গতকালই তাঁকে তদন্তকারী এক বিচারকের সামনে হাজির করার কথা।

জার্মানির প্রধান কেন্দ্রীয় কৌঁসুলি এক বিবৃতিতে বলেন, ‘অন্তত একবার তিনি পেশার সুবাদে পাওয়া নথি রুশ গোয়েন্দা সংস্থার প্রতিনিধির হাতে তুলে দিয়েছেন। এর বিনিময়ে অভিযুক্ত এই ব্যক্তি অর্থ পেয়েছেন, যদিও এর পরিমাণ আমরা জানতে পারিনি।’

এই প্রসঙ্গে রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) ও ফরেন ইন্টেলিজেন্স সার্ভিসের (এসবিআর) কাছে জানতে চাওয়া হলেও তাৎক্ষণিকভাবে তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি। জার্মানিতে অবস্থিত রুশ দূতাবাসের কাছ থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। সূত্র : রয়টার্স।

নয়া শতাব্দী/এসইউ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ