মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আয়োজিত ‘মিস শ্রীলঙ্কা’ সুন্দরী প্রতিযোগিতায় মারামারির ঘটনা ঘটেছে।
সম্প্রতি মিস শ্রীলঙ্কা সুন্দরী প্রতিযোগিতার পার্টি শেষে এ মারামারি শুরু হয়। ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ইতোমধ্যেই ছড়িয়ে পড়েছে।
এতে দেখা যায় অনুষ্ঠানের একপর্যায়ে সেখানে উপস্থিত নারী ও পুরুষরা একে অপরকে কিল-ঘুষি, লাথি এমনকি মাটিতে ফেলেও মারধর করছেন।
তবে সুন্দরী প্রতিযোগিতার আয়োজনে কী নিয়ে অতিথিদের মাঝে সংঘর্ষের সূত্রপাত হয়েছে তা স্পষ্ট নয়। সেখানে কিছু জিনিসপত্রেরও ক্ষয়ক্ষতি হয়েছে। সংঘর্ষে জড়িত একাধিক জনকে গ্রেফতার করা হয়েছে।
যুক্তরাষ্ট্রে পাড়ি জমানো অনেক শ্রীলঙ্কান অভিবাসীদের বসবাস রয়েছে নিউইয়র্কের স্টেট আইল্যান্ডে। যে কারণে আয়োজকরা সেখানেই অনুষ্ঠানটি করার সিদ্ধান্ত নেন। কঠিন অর্থনৈতিক পরিস্থিতির মুখোমুখি হওয়া নিজ দেশকে সহায়তা করতেই তারা এই আয়োজন করেন।
তবে প্রতিযোগীর কেউ এই সংঘর্ষে জড়াননি বলে জানিয়েছেন প্রতিযোগিতার অন্যতম আয়োজক সুজানি ফার্নান্দো। নিউইয়র্ক পোস্টকে তিনি বলেছেন, ‘১৪ জন প্রতিযোগীর কেউই সংঘর্ষে জড়াননি। শ্রীলঙ্কানরা ভালো মানুষ। এটি কেবল মারামারির ঘটনা।
ভিডিও দেখতে এখানে ক্লিক করুন
সূত্র : এনডিটিভি
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ