ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রী পেল ইতালি

প্রকাশনার সময়: ২১ অক্টোবর ২০২২, ২৩:৩৪ | আপডেট: ২১ অক্টোবর ২০২২, ২৩:৩৭

দুই দিনের অফিসিয়াল পরামর্শের পর কট্টর ডানপন্থী ব্রাদার্স অব ইতালি দলের নেতা জর্জা মেলোনিকে ইতালির প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করা হয়েছে।

শুক্রবার (২১ অক্টোবর) বিকালে ইতালির প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেলার কাছ থেকে সরকার গঠনের আদেশ পেয়েছেন তিনি। শনিবার স্থানীয় সময় সকাল ১০ টায় তার শপথ নেওয়ার কথা রয়েছে।

ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মেলোনিই প্রথম ইতালির কট্টর ডানপন্থী সরকার গঠন করবেন।

এর আগে আজ জর্জা মেলোনি তার মিত্র দলগুলো নিয়ে সে দেশের প্রেসিডেন্ট মাতারেলার সঙ্গে দেখা করেন এবং বলেন, তারা যত দ্রুত সম্ভব সরকার গঠনের জন্য প্রস্তুত।

গেল মাসে ইতালির নির্বাচনে সর্বাধিক প্রায় এক-চতুর্থাংশ ভোট পায় মিজ মেলোনির দল ব্রাদার্স অব ইতালি- যে দলটির প্রতিষ্ঠার সঙ্গে ফ্যাসিস্ট আন্দোলনের যোগসূত্র আছে।

মিজ মেলোনি জোট বেঁধেছেন মাত্তিও সালভিনির অতি-ডানপন্থী লীগ দল, এবং সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনির মধ্য-ডান ফর্জা ইতালিয়ার সঙ্গে।

ইতালির প্রেসিডেন্টের সঙ্গে মিজ মেলোনির ১১ মিনিটব্যাপি বৈঠকের সময় বার্লুসকোনি এবং সালভিনিও উপস্থিত ছিলেন। জর্জা মেলোনি ইতালির পশ্চিমা মিত্রদের আশ্বস্ত করার চেষ্টা করেছেন ইউক্রেন প্রশ্নে তার অবস্থানের কোনো পরিবর্তন হবে না।

উল্লেখ্য, ‘ঈশ্বর, দেশ ও পরিবার’-এ নীতিবাক্যকে সামনে রেখে ৪৫ বছর বয়সি মেলোনি নির্বাচনী প্রচারণা চালিয়েছেন।

সূত্র : বিবিসি, সিএনএন

নয়া শতাব্দী/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ