ঢাকা, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

ভারতে মদ খেতে গিয়ে গ্রেফতার বাংলাদেশি

প্রকাশনার সময়: ১৯ অক্টোবর ২০২২, ১৮:১৮
প্রতীকী ছবি

অবৈধভাবে ভারতে গিয়ে বন্ধুর সঙ্গে সীমান্ত লাগোয়া একটি পুকুর পাড়ে বসে মদ খাচ্ছিলেন এক বাংলাদেশি। মূলত বন্ধুর ডাকে সাড়া দিতেই গিয়েছিলেন ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা অন্তর চন্দ্র সরকার। সেটাই কাল হল তার।

অন্তর চন্দ্র সরকারের ঠাঁই হয়েছে এখন ভারতের ত্রিপুরা রাজ্যের জেলে।

ত্রিপুরার সিপাহীজলা জেলা পুলিশ বলছে, তারা বাংলাদেশ সীমান্ত লাগোয়া মধুপুর থানা এলাকা থেকে অন্তর চন্দ্র সরকার নামে এক বাংলাদেশি নাগরিককে বেআইনিভাবে ভারতে প্রবেশের অভিযোগে গ্রেফতার করেছে।

ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ প্রাথমিকভাবে দু’জন বাংলাদেশি নাগরিককে আটক করেছিল কসবা কালীতলা এলাকা থেকে। তবে তপন চন্দ্র সরকার নামের এক ব্যক্তি বৈধ ভারতীয় ভিসা দেখাতে পারায় তাকে ছেড়ে দেওয়া হয়।

কিন্তু আটক হওয়া দ্বিতীয় ব্যক্তি, অন্তর চন্দ্র সরকারকে পুলিশের হাতে তুলে দেয়া হয়।

মধুপুর থানার অফিসার ইনচার্জ বিভাস দাস বলেন, ‘গত রোববার বিএসএফ ওই দু’জনকে আটক করে কসবা কালীতলা থেকে। এরা দু’জনেই বাংলাদেশের নাগরিক। তবে তপন চন্দ্র সরকার দুর্গাপুজোর সময়ে বৈধ ভিসা নিয়েই ভারতে এসেছিলেন তার আত্মীয় বাড়িতে।’ সূত্র : বিবিসি

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ