যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের ৫ সপ্তাহের মধ্যেই প্রধানমন্ত্রিত্ব হারানোর শঙ্কায় পড়েছেন লিজ ট্রাস। ইতোমধ্যেই নিজের গদি বাঁচাতে পরপর দুই মন্ত্রীকে চাকরিচ্যুত করেছন। এছাড়াও নিজের ভুলের জন্য ক্ষমা চেয়েছেন প্রধানমন্ত্রী ট্রাস।
স্থানীয় সময় সোমবার (১৭ অক্টোবর) আর্থিক পরিকল্পনায় ইউ-টার্ন নিয়ে অর্থনৈতিক বিপর্যয় সৃষ্টিকারী সংস্কারগুলোকে অতি দ্রুত এগিয়ে নেয়ার জন্য ক্ষমাপ্রার্থনা করেন তিনি।
ট্রাস বলেন, আমি কাজ করতে চেয়েছিলাম, করের সমস্যা মোকাবেলা ও জ্বালানি বিল নিয়ে সাহায্য করতে, কিন্তু আমরা খুব বেশি এবং খুব দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফেলি।
তিনি আরো বলেন, তিনি যুক্তরাজ্যের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর জন্য এখনও প্রতিশ্রুতিবদ্ধ। তবে এটি অর্জন করতে যে এখন আরো বেশি সময় লাগবে, সেটাও স্বীকার করেছেন তিনি।
ব্রিটিশ প্রধানমন্ত্রী নিজের ভুল করার জন্য ক্ষমা চান ও টোরিদের পরবর্তী সাধারণ নির্বাচনে নেতৃত্ব দেয়া নিয়ে নিজের ইচ্ছার কথাও জানান। তিনি বলেন, তার অল্প সময়ের এই প্রধানমন্ত্রীত্ব ‘নিখুঁত ছিল না’, তবে নিজের ভুল ‘শুধরে’ নিয়েছেন তিনি।
সূত্র : বিবিসি
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ