ঢাকা, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

বিধ্বস্ত রুশ যুদ্ধবিমান, নিহত ৬ 

প্রকাশনার সময়: ১৮ অক্টোবর ২০২২, ০৭:৫২

রাশিয়ার দক্ষিণের শহর ইয়েস্কের কয়েকটি আবাসিক ভবনের ওপর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এতে কমপক্ষে ছয়জন নিহত ও ২৫ জন আহত হয়েছেন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ইঞ্জিনে ত্রুটির কারণে বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরা ভিডিওতে দেখা যায়, যুদ্ধবিমানটি বিধ্বস্ত হওয়ার সাথে সাথে বেশ কয়েকটি বহুতল ভবনে আগুন ধরে যায়। এছাড়াও একটি ভবনের বেশ কয়েকটি তলা ভেঙে পড়ে। পুরো এলাকা আচ্ছন্ন হয়ে যায় কালো ধোঁয়ায়।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিমানটি একটি এসইউ-৩৪ বোমারু বিমান ছিল। স্থানীয় সোমবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় প্রশিক্ষণ চলার সময় বিমানের ইঞ্জিনে আগুন ধরে গেলে এ ঘটনা ঘটে। তবে বিমানটি বিধ্বস্ত হওয়ার আগেই পাইলট বেরিয়ে আসতে সক্ষম হন।

উল্লেখ্য, প্রায় ৯০ হাজার জনসংখ্যার শহর ইয়েস্কে একটি বড় রাশিয়ান বিমানঘাঁটি রয়েছে। শহরটি ব্যবহৃত হয়ে আসছে যুদ্ধবিমান প্রশিক্ষণের ক্ষেত্র হিসেবে।

সূত্র: বিবিসি, আল জাজিরা

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ