ঢাকা, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

যুক্তরাষ্ট্রে টিকা নেয়াদের মৃত্যু ১ শতাংশেরও কম

প্রকাশনার সময়: ১১ আগস্ট ২০২১, ০৫:০১

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের দুই ডোজ টিকা যারা নিয়েছেন, তাদের মধ্যে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর হার ০.০০১ শতাংশেরও কম।

আর টিকা নেয়া ৯৯ দশমিক ৯৯ শতাংশের বেশি মানুষকে আক্রান্ত হওয়ার পর হাসপাতালে ভর্তি হতে হয়নি বা মারা যাননি। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র সিডিসির তথ্য বিশ্লেষণ করে এ তথ্য জানিয়েছে সিএনএন।

যুক্তরাষ্ট্রে গেল ২রা আগস্ট পর্যন্ত ১৬ কোটি ৪০ লাখ মানুষ দুই ডোজ টিকা নিয়েছেন বলে জানিয়েছে সিডিসি। তাদের মধ্যে মারা গেছেন ১ হাজার ৫শ ৭ জন, আর হাসপাতালে ভর্তি হতে হয়েছে ৭ হাজার ১শ ১ জনকে। যা ০.০০১ শতাংশেরও কম।

টিকা নেয়ার পরও আক্রান্ত হওয়া ব্যক্তিদের প্রায় চার ভাগের তিন ভাগ ৬৫ বছর বা তার বেশি বয়সি। গত মে মাস থেকেই যারা টিকার দুই ডোজ নিয়েছেন তাদের পর্যবেক্ষণ করছে সিডিসি।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১শে মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

এর আগে একই বছরের ২০শে জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি। এখন পর্যন্ত বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস (কোভিড-১৯)।

নয়া শতাব্দী/এসইউ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ