যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের ৫ সপ্তাহের মধ্যেই প্রধানমন্ত্রিত্ব হারানোর শঙ্কায় পড়েছেন লিজ ট্রাস।
ইতোমধ্যেই নিজের গদি রক্ষায় ঘনিষ্ট মিত্র ও অর্থমন্ত্রী কাওয়াসি কোয়ারতেংকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছেন তিনি। এতেও পার পাচ্ছেন না ট্রাস। নিজ দলের ভেতরেই তার পদত্যাগের দাবিতে সরব হয়েছেন বেশিরভাগ এমপিরা।
নির্বাচনী প্রচারে কর ছাড়ের প্রতিশ্রুতি দিয়েও তা রক্ষা করতে না পারায় তিনি পদ হারানোর ঝুঁকিতে পড়েছেন।
দেশটির ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির ১০০ জনেরও বেশি পার্লামেন্ট সদস্য (এমপি) লিজ ট্রাসের প্রতি অনাস্থা জানিয়ে চিঠি জমা দিতে প্রস্তুত। তার নিজ দলের এমপিরা মনে করছেন, ট্রাসকে দিয়ে বেসামাল হয়ে পড়া অর্থনীতির পুনরুদ্ধার সম্ভব না। এ কারণে তার পদত্যাগ করায় উত্তম। এমপিদের অনেকে মনে করছেন, ট্রাসকে সরিয়ে দিয়ে সাবেক অর্থমন্ত্রী ঋষি সুনাককে প্রধানমন্ত্রীর দায়িত্ব দেয়া উচিত।
সূত্র : আল জাজিরা
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ