ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসরাইলি বাহিনীর গুলিতে চিকিৎসকসহ ২ ফিলিস্তিনি নিহত

প্রকাশনার সময়: ১৫ অক্টোবর ২০২২, ০৮:১০ | আপডেট: ১৫ অক্টোবর ২০২২, ০৮:১৬

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিমতীরের জেনিন শহরে অভিযানকালে এক চিকিৎসকসহ দুই ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। শুক্রবার (১৪ অক্টোবর) ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।

মন্ত্রণালয়টি জানিয়েছে, নিহত চিকিৎসকের নাম আব্দুল্লাহ আল-আহমদ। ৪০ বছর বয়সী এ চিকিৎসককে শুক্রবার সকালে জেনিন সরকারি হাসপাতালের সামনে মাথায় গুলি করে হত্যা করে ইসরাইলি সেনারা।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, সকালে নিহত আরেক ব্যক্তি হলেন- ২০ বছর বয়সী মতিন দাবায়া। ফিলিস্তিনের সশস্ত্র প্রতিরোধ সংগঠন ‘জেনিন ব্রিগেডস’ দাবায়াকে তাদের দলের স্থানীয় কমান্ডার হিসেবে চিহ্নিত করেছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আওয়াদেহ জানান, দাবায়ার মাথায় গুলি লেগেছে। শুক্রবার সকাল ৮টায় ইসরাইলি সেনারা জেনিনে অভিযান শুরু করার পরপরই এ হত্যাকাণ্ড ঘটে। এ সময় ইসরাইলি বাহিনীর সঙ্গে সশস্ত্র সংঘর্ষ শুরু হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে স্থানীয় সাংবাদিকদের শেয়ার করা ভিডিওতে দেখা গেছে, ইসরাইলি বাহিনী অ্যাম্বুলেন্স ক্রুদের ওপরও গুলি চালাচ্ছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার সকালে জেনিনে অন্তত আরও পাঁচ ফিলিস্তিনি গুলিবিদ্ধ হয়েছেন। বছরের শুরু থেকে এ পর্যন্ত অধিকৃত পশ্চিমতীরে ইসরাইলি বাহিনীর হাতে অন্তত ১৬০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

নয়াশতাব্দী/এফআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ