ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসরায়েলি বাহিনীর গুলিতে ২ ফিলিস্তিনি নিহত

প্রকাশনার সময়: ১৪ অক্টোবর ২০২২, ২৩:২৬
ছবি - সংগৃহীত

পশ্চিম তীরের জেনিন শহরে ইহুদিবাদী ইসরায়েলি সেনাদের আগ্রাসনে দুই ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এতে একজন চিকিৎসক রয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার (১৪ অক্টোবর) ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

মন্ত্রণালয়টি জানিয়েছে, নিহত চিকিৎসকের নাম আব্দুল্লাহ আল-আহমদ। ৪০ বছর বয়সি এ চিকিৎসককে শুক্রবার সকালে জেনিন সরকারি হাসপাতালের সামনে মাথায় গুলি করে হত্যা করে ইসরায়েলি সেনারা। নিহত অপর ব্যক্তি হলেন ২০ বছর বয়সি মতিন দাবায়া। তাকেও গুলি করে হত্যা করা হয়।

শুক্রবার সকাল ৮টার দিকে বেশকিছু সশস্ত্র গাড়ি নিয়ে জেনিনে অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। এর কিছুক্ষণের মধ্যেই ওই দুই ফিলিস্তিনিকে হত্যা করে তারা।

সূত্র : আল-জাজিরা

নয়া শতাব্দী/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ