পশ্চিম তীরের জেনিন শহরে ইহুদিবাদী ইসরায়েলি সেনাদের আগ্রাসনে দুই ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এতে একজন চিকিৎসক রয়েছেন বলে জানা গেছে।
শুক্রবার (১৪ অক্টোবর) ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
মন্ত্রণালয়টি জানিয়েছে, নিহত চিকিৎসকের নাম আব্দুল্লাহ আল-আহমদ। ৪০ বছর বয়সি এ চিকিৎসককে শুক্রবার সকালে জেনিন সরকারি হাসপাতালের সামনে মাথায় গুলি করে হত্যা করে ইসরায়েলি সেনারা। নিহত অপর ব্যক্তি হলেন ২০ বছর বয়সি মতিন দাবায়া। তাকেও গুলি করে হত্যা করা হয়।
শুক্রবার সকাল ৮টার দিকে বেশকিছু সশস্ত্র গাড়ি নিয়ে জেনিনে অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। এর কিছুক্ষণের মধ্যেই ওই দুই ফিলিস্তিনিকে হত্যা করে তারা।
সূত্র : আল-জাজিরা
নয়া শতাব্দী/আরআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ