ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

দ্বন্দ্ব নিরসনে সব পক্ষের সদিচ্ছা প্রয়োজন : পুতিন

প্রকাশনার সময়: ১৪ অক্টোবর ২০২২, ১৯:১৩

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, সবার সদিচ্ছা আছে। যে কোনো দ্বন্দ্ব নিরসনে আমাদের এ সদিচ্ছার সর্বোচ্চ ব্যবহার করতে হবে। তবে এসময় ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কথা উল্লেখ না করে এমন মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট।

শুক্রবার (১৪ অক্টোবর) কমনওয়েলথ অব ইনডিপেনডেন্ট স্টেটস (সিআইএস) সম্মেলনে তিনি এমন মন্তব্য করেছেন।

এসময় রুশ প্রেসিডেন্ট বলেন, ‘বর্তমান পরিস্থিতি থেকে বের হওয়ার উপায় আমাদের খুঁজতে হবে। যেখানেই এটির উৎপত্তি হোক।’

রুশ প্রেসিডেন্ট আরো বলেন, রাশিয়া সকল মধ্যস্থতাকে সমর্থন করে, যতক্ষণ পর্যন্ত এগুলো পরিস্থিতি শান্ত করতে সহায়তা করে, দ্বন্দ্বে জড়িত সকলের লাভ হয়। এগুলো আমাদের ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বন্ধুদের ক্ষেত্রেও প্রযোজ্য।

কাজাখস্তানের রাজধানী আস্তানায় হওয়া এ সম্মেলনে যোগ দিয়েছেন আজারবাইজান, আর্মেনিয়া, বেলারুশ, কাজাখস্তান, কিরগিজস্তান, রাশিয়া, তুর্কমেনিস্তান, তাজিকিস্তান এবং উজবেকিস্তানের নেতারা। সূত্র: সিএনএন

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ