ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ঘুষের মামলায় সু চির আরো ৩ বছর কারাদণ্ড

প্রকাশনার সময়: ১২ অক্টোবর ২০২২, ১৪:০৭

সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে গৃহবন্দি থাকা মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চিকে ঘুষ-জালিয়াতির অভিযোগে আরো ৩ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

বুধবার (১২ অক্টোবর) তার বিরুদ্ধে এ রায় দেয় দেশটির জান্তা সরকারের একটি আদালত। ৭৭ বছর বয়সী নোবেল জয়ী অং সান সুচি নেইপিদোর নির্জন কারাগারে রয়েছেন।

ইতোমধ্যে দুর্নীতি, ভোট জালিয়াতিসহ অন্তত ১৮টি অপরাধে অভিযুক্ত হয়েছেন সু চি। যার সর্বোচ্চ শাস্তি ১৯০ বছরের কারাদণ্ড হতে পারে।

২০২১ সালের ফেব্রুয়ারিতে অভ্যুত্থানের পর থেকে সু চিকে আটক রেখেছে মিয়ানমারের সামরিক সরকার। তবে সু চির সমর্থকরা মনে করেন, সু চির বিরুদ্ধে সামরিক সরকারের মামলাগুলো ভিত্তিহীন এবং তার রাজনৈতিক ক্যারিয়ার শেষ করে দেওয়ার জন্য এগুলো আনা হয়েছে।

সূত্র : রয়টার্স

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ