ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

যুদ্ধ চায় না তাইওয়ান, তবে...

প্রকাশনার সময়: ১১ অক্টোবর ২০২২, ০৯:১৫

চীনের সাথে যুদ্ধে জড়াতে চায় না তাইওয়ান, তবে সামরিকভাবে নিজেদের শক্তিশালী করে তুলার কথা জানিয়েছেন চীনের স্বশাসিত অঞ্চলের প্রেসিডেন্ট সাই-ইং-ওয়েন।

স্থানীয় সময় সোমবার (১০ অক্টোবর) চীনের উদ্দেশ্যে বার্তা দিয়ে ওয়েন বলেন, আলোচনার মাধ্যমে সমস্যা মিটিয়ে নেয়া যেতে পারে।

আগামী কিছুদিনের মধ্যেই তাইওয়ানে নির্বাচন হতে চলেছে। সেই সময় দেশের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে বলে মনে করেন দেশটির প্রেসিডেন্ট।

ওয়েন বলেন, বেইজিংয়ের প্রশাসকদের আমি মনে করিয়ে দিতে চাই, আমরা কেউই যুদ্ধ চাই না। তাইওয়ানের মানুষের স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকারকে সম্মান করা উচিত চীনের।

তিনি বলেন, প্রতিরক্ষা ব্যবস্থাকে আরো মজবুত করতে যথেষ্ট উদ্যোগ নিচ্ছে তাইওয়ান। নতুন ধরনের মিসাইল থেকে শুরু করে শক্তিশালী যুদ্ধজাহাজ-সমস্ত কিছুই তাইওয়ানের সামরিক বাহিনীর অন্তর্ভুক্ত করা হচ্ছে। শত্রুপক্ষের হামলা থেকে তাইওয়ানকে রক্ষা করার জন্য সবরকম ব্যবস্থা নেয়া হচ্ছে।

সূত্র : বিবিসি

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ