ঢাকা, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

চলে গেলেন ভারতের প্রবীণ রাজনীতিক মুলায়ম সিং 

প্রকাশনার সময়: ১০ অক্টোবর ২০২২, ১২:১৪

ভারতের উত্তরপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদব মারা গেছেন।

সোমবার (১০ অক্টোবর) সকালে নয়া গুরুগ্রামে মেদান্ত হাসপাতালে মারা যান প্রবীণ এই রাজনীতিক।

ভারতের রাজনৈতিক পরিমণ্ডলে মুলায়ম সিং যাদব একজন গুরুত্বপূর্ণ নেতা হিসেবে পরিচিত ছিলেন। তিনি উত্তর প্রদেশের তিনবারের মুখ্যমন্ত্রী ছিলেন। তবে অসুস্থতার কারণে গত কয়েক বছর তাকে সেভাবে রাজনীতির মঞ্চে প্রকাশ্যে দেখা যায়নি। সমাজবাদী পার্টির সমর্থক ও নেতারা তাকে ‘নেতাজি’ বলে সম্বোধন করতেন।

উল্লেখ্য, ১৯৮০-এর দশকের শেষের দিকে মুলায়ম সিং যাদব রাজনীতিতে নাম লেখান। ১৯৯০ সালের গোড়ার দিকে শিক্ষার দিক থেকে অনগ্রসর শ্রেণির জন্য গঠিত মণ্ডল কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ-আন্দোলনে তিনি সোচ্চার ভূমিকা পালন করেছেন। মূলত সেই সময় থেকেই তিনি ভারতের রাজনীতিতে পরিচিত মুখ হয়ে ওঠেন।

সূত্র: এনডিটিভি

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ