নাইজেরিয়ায় নৌকাডুবির ঘটনায় কমপক্ষে ৭৬ জনের মৃত্যু হয়েছে।
স্থানীয় সময় শুক্রবার (০৯ অক্টোবর) দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য আনাম্ব্রায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নিহতরা সবাই বন্যাদুর্গত মানুষ ও বন্যার পানি থেকে বাঁচতে নৌকায় করে নিরাপদ স্থানে যাচ্ছিলেন। একপর্যায়ে নৌকাটি ডুবে গেলে এ প্রাণহানির ঘটনা ঘটে। নৌকাটিতে ৮০ জনের মতো যাত্রী ছিলেন। নিহতদের মধ্যে বেশিরভাগই শিশু ও নারী।
দেশটির প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। পাশাপাশি তিনি দেশটির নৌ-পরিবহন ব্যবস্থার নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনারও নির্দেশ দিয়েছেন।
সূত্র : বিবিসি
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ