ঢাকা, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

ইমরান খানের হেলিকপ্টার জরুরি অবতরণ

প্রকাশনার সময়: ০৯ অক্টোবর ২০২২, ১২:৫১ | আপডেট: ০৯ অক্টোবর ২০২২, ১৩:০৩

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে বহনকারী হেলিকপ্টার জরুরি অবতরণ করেছে।

শনিবার (০৮ অক্টোবর) খাইবার পাখতুনখোয়া প্রদেশে জনসভা শেষ করে রাজধানী ইসলামাবাদে ফেরার সময় এ ঘটনা ঘটে।

জানা গেছে, পাখতুনখোয়া প্রদেশের ডেরা ইসমাইল খানে একটি জনসভায় ভাষণ দেয়ার পরে সরকারের মালিকানাধীন হেলিকপ্টারে করে রাজধানী ইসলামাবাদে ফিরছিলেন ফিরছিলেন পিটিআই প্রধান। মাঝ আকাশে থাকা অবস্থায় হেলিকপ্টারটিতে প্রযুক্তিগত ত্রুটি দেখা দেয়।

একপর্যায়ে হেলিকপ্টারটি রাওয়ালপিন্ডি শহর এলাকা থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে আদিয়ালা গ্রামের কাছে জরুরি অবতরণ করে। পরে ইমরান খানকে কঠোর নিরাপত্তার মধ্যে একটি গাড়িতে করে ইসলামাবাদের বানিগালার বাসভবনে নিয়ে যাওয়া হয়।

হেলিকপ্টারটির জরুরি অবতরণের পর ইমরান খানকে যে গাড়িতে করে তার বাড়িতে নিয়ে যাওয়া হয় সেটি পাঞ্জাবের আইনমন্ত্রী বাশারত রাজার বাসভবন থেকে আনা হয়েছিল।

সূত্র : ডন

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ