ঢাকা, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

ক্রিমিয়া সেতুতে জ্বালানি ট্যাংকে আগুন, যান চলাচল বন্ধ

প্রকাশনার সময়: ০৮ অক্টোবর ২০২২, ১৪:৩২
ছবি: সংগৃহীত

ক্রিমিয়া ও রাশিয়ার মধ্যে সংযোগ স্থাপনকারী সেতুতে একটি জ্বালানি ট্যাংকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শনিবার ভোরে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে জ্বালানি ট্যাংকে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। খবর রয়টার্সের।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইউক্রেইনের গণমাধ্যমের প্রতিবেদনে বিস্ফোরণের কারণে ট্যাংকটিতে আগুন ধরে যায় বলে দাবি করা হয়েছে। আরআইএর দেওয়া উদ্ধৃতিতে ক্রিমিয়ার শীর্ষ নির্বাহীর উপদেষ্টা ওলেগ ক্রিচকোফ বলেছেন, ক্রিমিয়ান সেতুর একটি অংশে একটি জ্বালানিবাহী ট্যাংকে আগুন লেগেছে। সেতুর জাহাজ চলাচলের জন্য রাখা খিলানগুলো ক্ষতিগ্রস্ত হয়নি।

সেতুটি দিয়ে ট্রেন চলাচলও বন্ধ রাখা হয়েছে। তবে সেতুটিতে জরুরি অবস্থা চললেও কের্চ প্রণালীতে জাহাজ চলাচল অব্যাহত আছে। সেখানে ফেরি সার্ভিস শুরু করার সম্ভাব্যতা নিয়ে কর্তৃপক্ষ আলোচনা করছে। ক্রিমিয়ান রেলওয়ে ফেডারেল স্টেট ইউনিটারি এন্টারপ্রাইজের গণমাধ্যম বিভাগ বলেছে, আগুন নিয়ন্ত্রণের জন্য জরুরিভিত্তিতে কাজ শুরু করা হয়েছে। আগুন লাগার কারণ বের করা হচ্ছে।

নয়াশতাব্দী/এফআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ