ঢাকা, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

বিমান ভাড়া ছাড়াই যাওয়া যাবে হংকং!

প্রকাশনার সময়: ০৭ অক্টোবর ২০২২, ২০:৪৯ | আপডেট: ০৭ অক্টোবর ২০২২, ২১:০৫

পর্যটক ফেরাতে বিনামূল্যে পাঁচ লাখ এয়ার টিকিট দেওয়ার পরিকল্পনা করছে হংকং সরকার। ফলে পর্যটকরা বিমান ভাড়া ছাড়াই দেশটিতে ভ্রমণ করার সুযোগ পাচ্ছেন। করোনাভাইরাসের বৈশ্বিক মহামারির ধাক্কায় ক্ষতিগ্রস্ত হংকংয়ের পর্যটন শিল্পের সুদিন ফেরাতে এই উদ্যেগ নিয়েছে দেশটি।

কিছুদিন আগেও হংকং-এ চীনের ‘শূন্য-কোভিড’ নীতি অনুসরণ করায় বিশ্বের সবচেয়ে কঠিন কোয়ারেন্টাইন নিয়ম ছিল। তবে গত মাসে হংকং কর্তৃপক্ষ জানায়, ফ্লাইটে চড়ার আগে করোনা পরীক্ষায় নেগেটিভ হলে হোটেলে কোয়ারেন্টাইনের দরকার হবে না।

এ নিয়ে মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনকে হংকংয়ের বিমান কর্তৃপক্ষ (এএএইচকে) জানায়, বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকদের প্রায় পাঁচ লাখ এয়ার টিকিট বিনামূল্যে দেয়া হবে। যার মূল্য ২৫ কোটি ৪৮ লাখ ডলার।

হংকংয়ের বিমান কর্তৃপক্ষের মুখপাত্র বলেন, বিমান সংস্থাগুলোর সঙ্গে আলোচনা করে হংকংয়ের পর্যটন বোর্ড এ নিয়ে বিস্তারিত জানাবে।

এদিকে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে হংকং ট্যুরিজম বোর্ডের নির্বাহী পরিচালক ড্যাং চেং বলেছেন, মহামারি চলাকালীন যে বিনামূল্যের টিকিট কেনা হয়েছিল, তা পরের বছর অভ্যন্তরীণ ও বিদেশি পর্যটকদের মধ্যে বিতরণ করবে।

সূত্র: এনডিটিভি

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ