ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

জাপানি চলচ্চিত্র নির্মাতাকে ১০ বছরের কারাদণ্ড দিল মিয়ানমার

প্রকাশনার সময়: ০৭ অক্টোবর ২০২২, ১৪:৫৪

জাপানের এক চলচ্চিত্র নির্মাতাকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন মিয়ানমারের সামরিক আদালত। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও যোগাযোগ আইন লঙ্ঘনের অভিযোগ ছিল। জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, সাজাপ্রাপ্ত চলচ্চিত্র নির্মাতার নাম টরু কুবোতা (২৬)। তাকে গত জুলাইয়ে ইয়াঙ্গুনের বিক্ষোভ থেকে গ্রেফতার করা হয়।

জানা যায়, অভিবাসন আইন লঙ্ঘন এবং ক্ষমতাসীন সামরিক বাহিনীর বিরুদ্ধে ভিন্নমতকে উসকে দেওয়ার অভিযোগে আটক হয়েছিলেন তিনি। কুবোতার আইনজীবীর বরাতে জানা যায়, বুধবার (৫ অক্টোবর) কুবোতাকে রাষ্ট্রদ্রোহে ৩ বছর এবং যোগাযোগ আইন লঙ্ঘনের দায়ে ৭ বছরের সাজা দিয়েছেন সামরিক আদালত।

এছাড়া আগামী ১২ অক্টোবর তার বিরুদ্ধে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগের শুনানির দিন ধার্য করা হয়েছে। কবোতার আইনজীবী বলেন, তার মুক্তির জন্য আমরা মিয়ানমার কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি এবং আইনি লড়াই চালিয়ে যেতে চাই।

নয়াশতাব্দী/এফআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ