ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইউক্রেন থেকে তুরস্কে যাচ্ছে ১৩ শস্যবোঝাই জাহাজ

প্রকাশনার সময়: ০৭ অক্টোবর ২০২২, ১৪:৪২

ইউক্রেনের বন্দরগুলো থেকে তুরস্কে যাচ্ছে ১৩ শস্যবোঝাই জাহাজ। জাহাজগুলো কৃষ্ণসাগর দিয়ে ইস্তানবুল চ্যানেল দিয়ে পৌঁছাবে। বৃহস্পতিবার (৬ অক্টোবর) তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর আনাদোলুর। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে জাহাজগুলো কোন কোন দেশে শস্য নিয়ে যাচ্ছে তা উল্লেখ করেনি।

চুক্তি অনুসারে এসব শস্যবোঝাই জাহাজ প্রথমে তুরস্কে যাওয়ার পর সেখানে জাতিসংঘের তত্বাবধানে যৌথ কমিটির পরীক্ষা-নিরীক্ষা হবে। তারপর এগুলো রপ্তানিকারক দেশগুলোতে পাঠানো হবে।

গত ২২ জুলাই জাতিসংঘের উদ্যোগে এবং তুরস্কের মধ্যস্থতায় ইউক্রেনের খাদ্যশস্য রপ্তানির চুক্তি হয়। এ চুক্তির আওতায় এ পর্যন্ত ২৬০ জাহাজ ইউক্রেন থেকে ৬০ লাখ টনেরও বেশি খাদ্যশস্য রপ্তানি করেছে।

নয়াশতাব্দী/এফআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ