ঢাকা, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

আরো দু’টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উ. কোরিয়া

প্রকাশনার সময়: ০৬ অক্টোবর ২০২২, ১০:৪৩

নতুন করে আরো দুটি স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দুই সপ্তাহেরও কম সময়ে এ নিয়ে ষষ্ঠবারের মতো ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল পিয়ংইয়ং।

বৃহস্পতিবার (০৬ অক্টোবর) এই পরীক্ষা চালানো হয়েছে।

জানা গেছে, ক্ষেপণাস্ত্র দুটি জাপানের দিকে উড়ে গিয়ে প্রশান্ত মহাসাগরে পড়ে।

এর আগে গত মঙ্গলবার দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে পরমাণুশক্তিধর দেশটি। সেই ক্ষেপণাস্ত্রটিও জাপানের ওপর দিয়ে গিয়ে প্রশান্ত মহাসাগরে পড়েছিল।

এদিকে গতকাল দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র ক্ষেপণাস্ত্র মহড়া চালায়। জাপানের সংবাদমাধ্যম দ্য জাপান টাইমস জানিয়েছে, উত্তর কোরিয়ার সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানবাহী রণতরী প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ফিরে এসেছে।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ