ভারতের পশ্চিমবঙ্গে প্রতিমা বিসর্জনের সময় পানিতে ডুবে ৮ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন আরো অনেকে।
বুধবার (০৫ অক্টোবর) দিবাগত রাত ৯টার দিকে জলপাইগুড়ির মালবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জলপাইগুড়ির জেলা প্রশাসক মৌমিতা গোদারা বসু জানায়, প্রতিমা বিসর্জনের সময় মাল নদীতে অনেক মানুষের সমাগম হয়। রাতে হঠাৎ অনেক মানুষ পানির স্রোতে ভেসে যান।
এ ঘটনায় এখন পর্যন্ত ৩০-৪০ জনকে উদ্ধার করা হয়েছে। ৮ জনের মৃত্যুর খবর জানিয়েছেন জলপাইগুড়ির জেলা প্রশাসক। এদের মধ্যে ১টি শিশুও রয়েছে। এখনো কয়জন নিখোঁজ রয়েছেন তা সঠিক বলা যাচ্ছে না। এছাড়া মাঝ নদীর চরে আটকে রয়েছেন আরো অনেক মানুষ।
সূত্র : আনন্দবাজার
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ