ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

আঁটসাঁট পোশাক পরায় তরুণীকে গুলি করে হত্যা

প্রকাশনার সময়: ১০ আগস্ট ২০২১, ০৪:২৮ | আপডেট: ১০ আগস্ট ২০২১, ০৪:৩৪

মার্কিন বাহিনী আফগানিস্তান ছেড়ে চলে যেতেই পূর্ণ শক্তি দিয়ে লড়াই শুরু করেছে বিদ্রোহী গোষ্ঠী তালেবান। একের পর এক শহর দখল করে নিচ্ছে তারা। দখলে নেওয়া শহরগুলোতে তারা নিজেদের আইন জারি করেছে। এর মধ্যে বলখ প্রদেশের এক তরুণী শুধুমাত্র আঁটসাঁট পোশাক পরে রাস্তায় বেরিয়ে প্রাণ খোয়ালেন।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টিভি এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে। বলা হচ্ছে, ‘তালিবান-নীতি’ বহির্ভূত কাজের জন্য ওই তরুণীকে গুলিতে ঝাঁজরা করে দেওয়া হয়। ঘটনার দিন বছর একুশের তরুণী নাজনিন বাড়ি থেকে বেরিয়ে মাজার-ই-শরিফে যাচ্ছিলেন। আঁটসাঁট পোশাক পরাই কাল হয় তার জন্য। তালিবান জঙ্গিদের গুলিতে কয়েক মুহূর্তে নিথর হয়ে পড়েন নাজনিন।

যদিও তালেবানদের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ অবশ্য সেই অভিযোগ অস্বীকার করেছেন। আফগানিস্তানের কিছু অঞ্চল নতুন করে দখল নেওয়ার পর নারীদের ওপর দমনমূলক আইন এবং পশ্চাদপদ নীতিগুলো পুনরায় আরোপ করেছে তালেবানরা। এর আগে ১৯৯৬-২০০১ সাল পর্যন্ত তারা এ ধরনের নিয়ম-নীতি চালু রেখেছিলো।

নয়া শতাব্দী/এসএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ