ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

পুতিনের সাথে আলোচনা অসম্ভব, জেলেনস্কির ডিক্রি জারি  

প্রকাশনার সময়: ০৫ অক্টোবর ২০২২, ১৩:০৮

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে তার দেশের কোনো আলোচনা অসম্ভব।

মঙ্গলবার (০৪ অক্টোবর) এ সংক্রান্ত একটি ডিক্রিতেও স্বাক্ষর করেছেন জেলেনস্কি। যার ফলে ইউক্রেনের কোনো নাগরিক পুতিনের সাথে কোনো ধরনের আলোচনা করতে পারবেন না।

এর আগে গত শুক্রবার পুতিন ইউক্রেনের চারটি অঞ্চলকে রাশিয়ার অংশ হিসেবে ঘোষণার পর জেলেনস্কির তরফে এমন সিদ্ধান্ত এলো।

তবে সরাসরি পুতিনের সাথে আলোচনা অসম্ভব বলা হলেও রাশিয়ার সাথে আলোচনার দরজা খোলা রেখেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ।

জেলেনস্কি বলেন, মর্যাদা ও সততা কী জিনিস সেটি পুতিনের জানা নেই। ফলে আমরা রাশিয়ার সাথে আলোচনার জন্য প্রস্তুত। কিন্তু সেটি পুতিনের সাথে রাশিয়ার আরেক প্রেসিডেন্টের সাথে।

এদিকে রাশিয়া কর্তৃক দখলকৃত ভূখণ্ডে বড় ধরনের সাফল্য পেয়েছে ইউক্রেনের সেনাবাহিনী। খেরসনের দিকে ইউক্রেনীয় বাহিনীর অগ্রসর হওয়ার কথা নিশ্চিত করেছেন খোদ মস্কোপন্থী কর্মকর্তারাও। রুশ নিয়ন্ত্রিত লুহানস্কের দিকেও অগ্রসর হচ্ছে ইউক্রেন বাহিনী। জেলেনস্কি বলেছেন, একাধিক এলাকায় নতুন বসতি মুক্ত করা হয়েছে। বিভিন্ন স্থানে তুমুল লড়াই চলছে।

সূত্র : রয়টার্স

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ