ঢাকা, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

বরযাত্রীবাহী বাস খাদে, নিহত ২৫ 

প্রকাশনার সময়: ০৫ অক্টোবর ২০২২, ০৯:৫২

বিয়ের আনন্দের মুহূর্ত বদলে গেল বিষণ্নতায়। খাদে পড়ে গেল বরযাত্রীবাহী বাস।

মঙ্গলবার (০৪ অক্টোবর) দিবাগত রাতে ভারতের উত্তরাখণ্ডে বরযাত্রীবাহী একটি বাস উল্টে খাদে পড়ে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। ওই বাসে অন্তত ৪০ জন যাত্রী ছিল।

উত্তরাখণ্ডের পুলিশ প্রধান অশোক কুমার জানিয়েছেন, ধুমকোটের বিরখাল এলাকায় মঙ্গলবার রাতে ঘটে যাওয়া বাস দুর্ঘটনায় ২৫ জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। পুলিশ ও এসডিআরএফ রাতেই ২১ জনকে উদ্ধার করেছে; আহতদের পার্শ্ববর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় শোক ও দুঃখ প্রকাশ করে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেছেন, রাজ্য সরকার নিহতদের পরিবারের পাশে আছে।

হরিদ্বার পুলিশ প্রধান স্বতন্ত্র কুমার সিং বলেছেন, একটি বাসে করে হরিদ্বার থেকে বিয়েবাড়ির উদ্দেশে বহু মানুষ রওনা হয়েছিল। পথিমধ্যে লালধাংয়ে একটি দুর্ঘটনা ঘটেছে। পরিবারের সদস্যদের কাছ থেকে তথ্য নেয়া হচ্ছে। ঘটনাস্থলে পাউরি পুলিশ এবং এসডিআরএফ এখনও উদ্ধার অভিযান চালাচ্ছে।

তিনি আরো বলেন, বাসে নারী ও শিশুসহ প্রায় ৪০ থেকে ৪২ জন আরোহী ছিল। আমরা পাউরি পুলিশ এবং গ্রামবাসীদের সাথে যোগাযোগের চেষ্টা করছি।

সূত্র : আনন্দবাজার, এনডিটিভি

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ