ঢাকা, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

পূর্ণ প্রস্তুতি নিয়েই সরকারবিরোধী সমাবেশ করবেন ইমরান 

প্রকাশনার সময়: ০৪ অক্টোবর ২০২২, ১২:০৫ | আপডেট: ০৪ অক্টোবর ২০২২, ১২:৪৬

নতুন করে আবারো সরকারবিরোধী সমাবেশের ডাক দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান।

ইতোমধ্যেই পিটিআই প্রধান দলীয় কর্মীদের ইসলামাবাদে ‌‘হাকিকি আজাদি মার্চ’-এর জন্য প্রস্তুত হওয়ার নির্দেশ দিয়েছেন।

জানা গেছে, আগামী রোববার (৯ অক্টোবর) মহানবী হযরত মুহাম্মদের (স.) জন্মবার্ষিকীর পর যেকোনো সময় দলীয় কর্মীদের নিয়ে লংমার্চ হতে পারে।

সোমবার (০৩ অক্টোবর) ফেডারেল রাজধানীতে তার বানি গালার বাসভবনে অনুষ্ঠিত একটি দলীয় সভায় ইমরান খান খাইবার-পাখতুনখোয়া ও পাঞ্জাব প্রদেশের দলীয় কর্মীদের সরকারবিরোধী বিক্ষোভের জন্য সব ধরনের প্রস্তুতি নেয়ার আহবান জানিয়েছেন।

তিনি বলেন, এবার পূর্ণ প্রস্তুতি নিয়েই স্বাধীনতা মিছিল বের করা হবে। ওই বৈঠকে শাহ মাহমুদ কুরেশি, পারভেজ খাত্তাক ও ইয়াসমিন রশিদসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

সূত্র : এক্সপ্রেস ট্রিবিউন

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ